ক্যারিয়ারের কুড়িতে...

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 17 May 2018

2000 বার পড়া হয়েছে

Shoes

মডেলিং দুনিয়ায় ভালোই নাম করেছেন জিসেল বুন্ডচেন। গত কুড়ি বছরে পশ্চিমা মডেলিং দুনিয়ায় তাকে নিয়ে ভক্তদের মুগ্ধতার সীমা নেই। এই মুগ্ধতার পাশাপাশি উত্তাপও ছড়িয়েছেন যথেষ্ট। আর ক্যারিয়ারের এই কুড়ি বছর উদযাপন করতে ব্রাজিলীয় কন্যা জিসেল বেছে নিয়েছেন নগ্ন ফটোশ্যুটের পরিকল্পনা।

ক্যারিয়ারের কুড়ি বছরকে স্মরণীয় করে রাখতে তিনি বিখ্যাত ভোগ পত্রিকার ব্রাজিল সংস্করণের জন্য এই ফটোশ্যুট করেছেন তিনি। সম্প্রতি ওই পত্রিকার পৃষ্ঠাজুড়ে প্রকাশিত হয়েছে লাস্যময়ী জিসেল বুন্ডচেনের আক্রমণাত্নক সেইসব ছবি। জিসেল খোলামেলা ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন পত্রিকাটিকে। তারপর নিজের ক্যারিয়ারের কুড়ি বছর সম্পর্কে লিখেছেন, ‘চোখের পলকে যেন কুড়ি বছর পার হয়ে গেলো। আমি শোবিজে পা রাখলাম। অনেক কিছুই করেছি, অনেক কিছু পেয়েছি। আরো অনেক কিছু করতে চাই। এখনো মনে হয় প্রথম সেই দিনের কথা যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। এই শরীরটা আমাকে দিয়েছে নাম, যশ আর খ্যাতি। আর তাই শরীরটাকে আগলে রাখি আমি, সম্মান করি।

মাত্র ১৪ বছর বয়সে প্রথম ক্যামেরাবন্দী হয়েছিলেন এই মডেল তারকা।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199