ভালোবাসা আশিকউজ্জামান টুলুর জন্য

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 12 Nov 2023

3645 বার পড়া হয়েছে

Shoes

দেশের একজন বিশিষ্ট সুরকার,কম্পোজার আশিকউজ্জামান টুলু প্রবাস জীবনের দূরত্ব কাটিয়ে কিছুদিনের জন্য এখন ঢাকায়। অল্প সময়ের জন্য তার এই স্বদেশ ভ্রমণ। পুরনো সময়ের ঘ্রাণ এখন আর এই শহরে ভেসে বেড়ায় না। তবু সামাজিকযোগাযোগ মাধ্যমে টুলুর নানান মহলে পদচারণার ছবি চোখে পড়ে। বন্ধু, সহশিল্পী, সহকর্মী; ভিড়ের মধ্যে একদা জনপ্রিয় সুরকার, গীতিকার টুলু বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের অগ্রযাত্রার কালে একজন অন্যতম কাণ্ডারী।  তার সৃষ্টি করা বহু জনপ্রিয় গান আজও বহু শ্রোতার গুনগুন করা স্মৃতিকে উসকে দেয়।

ঢাকায় শের-ই-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ থেকে এ বছর টুলু গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কার পেলেন। এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের গুরুত্বপূর্ণ এক সময়ের বিশিষ্ট চরিত্র আশিকউজ্জামান টুলু। গিটার বাজিয়েছেন, সুর করেছেন, গানও গেয়েছেন। সময়ের ঢেউ ওঠে। সব ছাড়িয়ে সেই ঢেউরে গল্পটাই তখন উজ্বল হয়ে ওঠে। টুলু সেই ঢেউ তোলা সময়ের একজন। আজও তার সুর ফিরিয়ে নিয়ে যায় বহু   শ্রোতাকে পুরনো সময়ে। টুলু এখনও গান করেন প্রবাস জীবনে। গান বাঁধেনও। গান থেমে থাকে না। এগিয়ে চলে সময়ের নতুন পথ ধরে। প্রাণের বাংলার পক্ষ থেকে তার জন্য রইলো শুভেচ্ছা ও ভালোবাসা। 

ছবিঃ ফেইসবুক

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199