বিভূতিভূষণের অপু চরিত্রে আরফিন শুভ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 20 Mar 2019

2040 বার পড়া হয়েছে

Shoes

ফের পর্দায় ফিরছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু।  তবে এবার আর সৌমিত্র চট্টোপাধ্যায় নন, বদলে অপুর চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে। ছবির নাম 'অভিযাত্রিক'।

অভিযাত্রিক ছবিতে রয়েছে আরও চমক। এই ছবিতে অপর্ণার ভূমিকায় দেখা যাবে কলকাতার জি বাংলা চ্যনেলে প্রচারিত ধারাবাহিক 'রাণী রাসমণি'-এ দর্শকনন্দিত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। পাশাপাশি লিলার ভূমিকায় অভিনয় করবেন অর্পিতা চট্টোপাধ্যায়, রাণুদির চরিত্রে শ্রীলেখা মিত্র ও রাণুর দিদির ভূমিকায় সোহাগ সেন। পাশাপাশি অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

সিনেমাটি সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' কিংবা 'অপুর সংসার'-এর রিমেক হিসেবে তৈরি হচ্ছে না।  তবে 'পথের পাঁচালি' কিংবা 'অপুর সংসার'-এর মতো এই অভিযাত্রিকের সঙ্গেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অপরাজিত' উপন্যাসের যোগ আছে।

১৯৫৯ সালে 'অপুর সংসার' ছবিতে ছেলেকে নিয়ে ঘরছাড়া হয়েছিলো অপু।  এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু। এই ছবিতে অপু ও তাঁর ৬ বছরের ছেলে কাজলের সম্পর্কের ছবিটা আঁকা হবে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের শেষাংশ নিয়ে এই ছবি তৈরি করবেন  টালিগঞ্জের পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবিটির প্রযোজনা সংস্থা গৌরাঙ্গ ফিল্মস।

ছবিঃ গুগল

তথ্যসূত্র ও ছবিঃ জি ২৪ ঘন্টা

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199