প্রিয়াঙ্কার বাঁকা মন্তব্য

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 5 Oct 2023

5320 বার পড়া হয়েছে

Shoes

ভারতীয় সিনেমা নিয়ে বাঁকা মন্তব্যের গুলি ছুঁড়ে আবারও আলোচনায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেছেন, স্তন আর নিতম্বের প্রর্দশনী করে ব্যবসা করছে ভারতীয় সিনেমা। আর তােতেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কামব্যাক করার কথা চলছিলো যে ছবি দিয়ে, তা হলো ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’। এই ছবিতে আরও থাকার কথা ছিলো আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের। সেই ২০০১ সালে ঘোষণা হয়েছিলো ছবির। কিন্তু এখনও না শুরু হয়েছে প্রি প্রোডাকশনের কাজ, না ফারহান বা প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনারা এই সিনেমার ব্যাপারে কিছু আপডেট জানিয়েছেন। এখন শোনা যাচ্ছে, কাস্টে একটা বড়সড় পরিবর্তন হবে। তাই নাকি এত দেরি হচ্ছে ছবির কাজ শুরু করতে। 

তবে সম্প্রতি ফারহান তাঁর ছবি পিছিয়ে যাওয়া নিয়ে কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘট যা ঘটলো তা প্রিয়াঙ্কার তারিখগুলিকে সব ঘেঁটে দিয়েছে। ’

কিন্তু বলিউডের গলিতে ভেসে বেড়ানো খবর বলছে, কারণ মোটেও তা নয়! ‘সত্যিটা হলো প্রিয়াঙ্কার স্ক্রিপ্ট পছন্দ হয়নি তাই তিনি ছবিতে কাজ করবেন না।  তাঁর, বোন পরিণীতি চোপড়ার বিয়েতে ভারতে আসার কথা ছিলো এবং একই সঙ্গে ছবির চুক্তিতে সই করার কথা ছিলো। কিন্তু সৃজনশীল মতভেদের কারণে কথা আর এগোয়নি।

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বসত গড়েছেন হলিউডেই। প্রচুর কাজও সেখানেই। সঙ্গে মার্কিন মুলুকে স্বামী নিক ও মেয়ে মালতি মেরি-কে নিয়ে জমজমাট  সংসার তো আছেই।

তথ্যসূত্রঃ হিন্দুস্তান টাইমস

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199