সেরা ফ্রি কল এবং ম্যাসেজিং অ্যাপ !

মোঃ জুলফিকার আলী

প্রযুক্তি লেখক, ঢাকা থেকে

প্রকাশ: 10 May 2023

2390 বার পড়া হয়েছে

Shoes

গত কয়েক বছরে ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যাপক প্রসারের ফলে যোগাযোগ শুধুমাত্র ব্যাসিক কল/এসএমএসের মাঝেই সীমাবদ্ধ নেই, বরং প্রায় পুরোটাই ইন্টারনেট ভিত্তিক হয়ে গিয়েছে। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ফোনে কল বা মেসেজ পাঠানোর চেয়ে অনলাইন মেসেজিং সার্ভিস ব্যবহারে খরচ কম হওয়ায় তরুণ প্রজন্ম মেসেজিং অ্যাপগুলোর উপর ঝুঁকে পড়েছে। বর্তমানে ৮-১০টা মেসেজিং সার্ভিসের নাম যে কেউ বলে দিতে পারবেন। কিন্তু এদের মধ্যে কোনটি আপনার জন্য সেরা? এই কনফিউশন দূর করতেই বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সুবিধাজনক মেসেজিং অ্যাপগুলো নিয়ে এখানে আলোচনা করব।

 ফেসবুক মেসেঞ্জার মেসেজিং সার্ভিসগুলোর জনপ্রিয়তা বুঝতে পেরে ফেসবুক তাদের সাইটের চ্যাট ফিচারকেই আলাদা করে আরাও নতুন কিছু ফিচারের সাথে মেসেঞ্জার নামে চালিয়ে আসছে। তবে মেসেঞ্জারের সাম্প্রতিক ভার্সনগুলোর ক্ষেত্রে ফেসবুক একাউন্ট ছাড়াও আপনি এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। এছাড়া সরাসরি মেসেঞ্জার থেকেই আপনার মোবাইল ক্যারিয়ারের মেসেজগুলোও কন্ট্রোল করতে পারবেন।

এই ফ্রি কল ও মেসেজ অ্যাপ ক্রস-প্লাটফর্ম হওয়াতে প্রায় সব ডিভাইসেই ব্যবহার করতে পারবেন। যদিও উইন্ডোজ অ্যাপ নিয়ে ফেসবুক ততটা মনোযোগী না হওয়ায় মেসেঞ্জারের সব ফিচার উইন্ডোজ ফোনে পাবেননা। তবে এটার সম্পূর্ণ ওয়েব ভার্সন থাকাতে ব্যাসিক কাজ চালিয়ে নেয়া যাবে। ম্যাসেঞ্জারে টেক্সট মেসেজ আদানপ্রদান, ছবি পাঠানো, পারসন-টু-পারসন অডিও ও ভিডিও কলের পাশাপাশি গ্রুপ কল এবং গ্রুপ মেসেজিংও করতে পারবেন।

মেসেঞ্জারের মধ্যেই গেম খেলা, লিঙ্ক ব্রাউজ করার ও ফাইল শেয়ার করার মত ফিচারও যুক্ত হয়েছে। মেসেঞ্জার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এর বিশাল কম্যুনিটি। প্রায় সবারই ফেসবুক বা মেসেঞ্জার একাউন্ট থাকায় মেসেঞ্জার অনেকটা ইউনিভার্সাল যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমানে এটাকে শুধু একটা মেসেজিং অ্যাপ না বলে প্ল্যাটফর্ম বলাটাই বেশি যুক্তিযুক্ত। তাছাড়া বাংলাদেশের প্রায় সব মোবাইল অপারেটরই অল্প দামে/কোন ডেটা খরচ ছাড়াই মেসেঞ্জারে টেক্সট পাঠানো ও রিসিভ করার সুযোগ দিচ্ছে।

ফেসবুক মেসেঞ্জারের দুটি ভার্সন রয়েছে। একটি হচ্ছে মূল মেসেঞ্জার যাতে এর সব ফিচার আছে। আরেকটি হচ্ছে মেসেঞ্জার লাইট, যা কম ডেটা খরচ করে স্লো নেট কানেকশনেও ভাল চলে।

 হোয়াটসঅ্যাপ

এটাও ফেসবুকের মালিকানাধীন একটি অনলাইন মেসেজিং অ্যাপ। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। তবে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ অনেকটাই আলাদা। এর পলিসি ও উদ্দেশ্যও ভিন্ন। যারা মূলত সোশ্যাল নেটওয়ার্কের হইচই পছন্দ করেন না, শুধুমাত্র ঝামেলাবিহীন একটা পেইড অথবা ফ্রি কল ও মেসেজ অ্যাপ চান, পরিবার ও কাছের মানুষদের সাথে যোগাযোগ রাখতে তাদের জন্য এটা আদর্শ। হোয়াটসঅ্যাপে আপনি পারসন-টু-পারসন অডিও ও ভিডিও কল করতে পারবেন।

টেক্সট চ্যাট, হাই রেজ্যুলেশনের ছবি থেকে শুরু করে ভিডিও, অডিও ও ডকুমেন্ট পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত কোনো বিজ্ঞাপন চালু হয়নি। আপনার কন্টাক্টে থাকা যে নম্বরগুলো হোয়াটসএপ ব্যবহার করে তাদের সাথে আপনাকে অটোমেটিক এড করে দেয়া হবে। এতে রয়েছে শক্তিশালী গোপনীয়তার জন্য এনক্রিপশন ফিচার।

তবে অনেকের কাছে এর যে ফিচারটি খারাপ লাগতে পারে সেটি হলো হোয়াটসঅ্যাপ আপনার কোন ডেটা তাদের সার্ভারে সেইভ করে না। ফলে একটি নির্দিষ্ট ডিভাইসে পড়ে ফেলা মেসেজগুলো অটোমেটিক আপনি অন্য ডিভাইস থেকে পড়তে পারবেন না, এবং একসাথে অনেক ডিভাইসে লগইন করতে পারবেন না। তবে আপনার চ্যাট ডেটাগুলোকে চাইলে ম্যানুয়ালি ব্যাকআপ ও রিস্টোর করতে পারবেন। মূলত ভালো সিকিউরিটি দিতেই এইসব ফিচার দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ ক্রস প্ল্যাটফর্ম। এর ইউজার ইন্টারফেসও সহজ। হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনও আছে তবে তা চালাতে হলে আপনার মোবাইলের একাউন্টের সাথে পেয়ার করে নিতে হবে।

 ইমো

ফ্রি কল ও মেসেজ অ্যাপ হিসেবে ইমো বাংলাদেশ সহ উপমহাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছে এর সিম্পল ইউজার ইন্টারফেস ও কম স্পিড এর ইন্টারনেটেও ভালোভাবে চলার কারণে। শুধুমাত্র ফোন নম্বর দিয়ে লগইন করে আপনি আপনার কন্টাক্টে থাকা মানুষগুলোর সাথে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। টেক্সটের পাশাপাশি ছবি, অডিও ও ভিডিও মেসেজও ইমো ব্যবহার করে পাঠানো যায়। এন্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ ফোনের জন্য ইমো অ্যাপ রয়েছে। বিশেষ করে যারা এতো ফিচার চান না কিন্তু টুজি নেটওয়ার্কে ভিডিও ও ভয়েস কল করতে চান তাদের জন্য ইমো অত্যন্ত সুবিধাজনক।

 স্কাইপ

মাইক্রোসফটের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি একসময় অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে রাজত্ব করলেও বর্তমানে আরও সিম্পল, মোবাইল ফ্রেন্ডলি সার্ভিসগুলোর ভিড়ে এর আবেদন অনেকটাই কমে গেছে। তবে প্রফেশনাল মেসেজিংয়ের ক্ষেত্রে এখনো স্কাইপের কদর রয়েছে। ফ্রি কল ও মেসেজ অ্যাপ হিসেবেও স্কাইপের নামডাক আছে। স্কাইপ যথেষ্ট ফিচারবহুল। এর উইন্ডোজ ফোন, পিসি, এন্ড্রয়েড, আইওএস, লিনাক্স ও ম্যাক ভার্সন অ্যাপ রয়েছে। স্কাইপের একটা আকর্ষণীয় ফিচার হলো কল করার সময় ইনস্ট্যান্ট ট্রান্সলেট ফিচার। আপনার মাইক্রোসফট আউটলুক/হটমেইল/লাইভ একাউন্ট কিংবা নতুন স্কাইপ একাউন্ট খুলেই স্কাইপ ব্যবহার করতে পারবেন।

ছবি: গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

প্রযুক্তি

বিষয় ডিপসিক (DeepSeek)

6 Feb 2025

3505 বার পড়া হয়েছে

প্রযুক্তি

উন্মোচন হলো Samsung Galaxy S25 সিরিজ

23 Jan 2025

2005 বার পড়া হয়েছে

প্রযুক্তি

গুগল উন্মোচন করলো উইলো কোয়ান্টাম এআই কম্পিউটিং চিপ

13 Dec 2024

2530 বার পড়া হয়েছে

প্রযুক্তি

সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য চ্যাটজিপিটি ব্যবহার

7 Nov 2024

2915 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত ম্যাকবুক প্রো (MacBook Pro)

30 Oct 2024

1950 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত সম্পূর্ণ নতুন ম্যাক মিনি (Mac Mini)

30 Oct 2024

1915 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত নতুন এম৪ আইম্যাক (iMac)

29 Oct 2024

1915 বার পড়া হয়েছে

প্রযুক্তি

মানুষের আদলে টেসলা অপটিমাস (Tesla Optimus)

25 Oct 2024

1940 বার পড়া হয়েছে

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199