উন্মোচন হলো পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো, মিলবে ৭ বছর অ্যান্ড্রয়েড আপডেট

মোঃ জুলফিকার আলী

প্রযুক্তি লেখক, ঢাকা থেকে

প্রকাশ: 11 Oct 2023

3355 বার পড়া হয়েছে

Shoes

গুগল তার নতুন স্মার্টফোন সিরিজ পিক্সেল ৮ উন্মোচন করেছে। এই সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো আনা হয়েছে। স্টাইলিশ ডিজাইন, লুক এবং উন্নত ফিচার সহ দুটি ফোনেই

পিক্সেল ৮

দুর্ধর্ষ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। গুগল পিক্সেল ৮ সিরিজের দুটি ফোনেই টেন্সর G3  চিপসেট যোগ করা হয়েছে এবং এটি টাইটান এম 2 সিকিউরিটি মাইক্রো প্রসেসরের সঙ্গে কাজ করে। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনে গুগলের এআই ফিচার যেমন- Photo Unblur এবং Live Translate, এগুলি রয়েছে। এছাড়াও গুগল জানিয়েছে, এই দুই ফোনে সাত বছরের সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে। এই দুই ফোনের ক্যামেরা এবং অন্যান্য ক্ষেত্রে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার যুক্ত রয়েছে।

গুগল পিক্সেল ৮ সিরিজের দুই ফোনে রয়েছে অডিও ম্যাজিক ইরেজার ফিচার। এর সাহায্যে আপনি যখন ফোনে কথা বলবেন সেই সময় আশপাশে যত অপ্রয়োজনীয় শব্দ, আওয়াজ থাকবে তা মুছে যাবে। অনেকটা ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের মতো কাজ করবে এই অডিও ম্যাজিক ইরেজার। অ্যাডভান্স মেশিন লার্নিং রয়েছে এই ফিচারের মধ্যে। এমনকি জোরে হাওয়া বইলে সেই শব্দও মুছে দেবে অডিও ম্যাজিক ইরেজার ফিচার। এর পাশাপাশি এই দুই ফোনে এবছরের শেষ হওয়ার আগেই যুক্ত হবে ভিডিও বুস্ট ফিচার। রেকর্ডেড ভিডিও ক্ষেত্রে কাজ করবে এই আধুনিক ও উন্নত ফিচার।

পিক্সেল ৮ প্রো

পিক্সেল ৮ এ ৬.২ ইঞ্চির পাঞ্চ হোল ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে এতে । এই অলওয়েজ অন ডিসপ্লেটি ১২০ হার্টস রিফ্রেশরেট, ২০০০ নিটস ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস সাপোর্ট করে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে, যা ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর পাওয়া যাবে। ফোনের ফ্রন্টে ১০.৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে পাওয়ার দিতে গুগল পিক্সেল ৮ ফোনে 4575mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 27W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। গুগল এই ফোনে 18W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দিয়েছে। তবে দুটি ফোনের সাথে চার্জার পাওয়া যাবে না। চার্জারটা আলাদা করে কিনতে হবে।

পিক্সেল ৮ প্রো ফোনে ৬.৭ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে অলওয়েজ অন-স্ক্রিন দেওয়া হয়েছে যা QHD+ OLED প্যানেলে তৈরি করা। এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। ফোনে ১২০ হার্টস রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে, ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩০x জুম সহ ৪৮  মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ পাওয়া যাবে। ফোনের ফ্রন্টে একটি ১০.৫ মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। গুগল পিক্সেল ৮  প্রো ফোনে 5050mAh ব্যাটারি পাওয়া যাবে। ফোনটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আনা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে ফোনটি ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। ফোনের সাথে ওয়্যারলেস চার্জিংও পাওয়া যাবে।

তথ্য ও ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

প্রযুক্তি

বিষয় ডিপসিক (DeepSeek)

6 Feb 2025

3525 বার পড়া হয়েছে

প্রযুক্তি

উন্মোচন হলো Samsung Galaxy S25 সিরিজ

23 Jan 2025

2025 বার পড়া হয়েছে

প্রযুক্তি

গুগল উন্মোচন করলো উইলো কোয়ান্টাম এআই কম্পিউটিং চিপ

13 Dec 2024

2535 বার পড়া হয়েছে

প্রযুক্তি

সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য চ্যাটজিপিটি ব্যবহার

7 Nov 2024

2935 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত ম্যাকবুক প্রো (MacBook Pro)

30 Oct 2024

1965 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত সম্পূর্ণ নতুন ম্যাক মিনি (Mac Mini)

30 Oct 2024

1925 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত নতুন এম৪ আইম্যাক (iMac)

29 Oct 2024

1935 বার পড়া হয়েছে

প্রযুক্তি

মানুষের আদলে টেসলা অপটিমাস (Tesla Optimus)

25 Oct 2024

1950 বার পড়া হয়েছে

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199