উন্মোচন হলো আইফোন ১৬ সিরিজ

মোঃ জুলফিকার আলী

প্রযুক্তি লেখক, ঢাকা থেকে

প্রকাশ: 11 Sept 2024

1865 বার পড়া হয়েছে

Shoes

৯ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজের ৪টি মডেল আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো মাক্স সহ অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো অ্যাপল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

শেষ দুইটি আইফোন আপডেটে, অ্যাপল একটি বিভাজিত প্রসেসরের পদ্ধতি ব্যবহার করেছিলো যেখানে স্ট্যান্ডার্ড মডেলটি আগের বছরের প্রো ফোনের সিস্টেম-অন-চিপ (SoC) ব্যবহার করতো। তবে এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে A18 চিপ ব্যবহার করা হয়েছে, যদিও প্রো মডেলগুলোতে অতিরিক্ত গ্রাফিক্স সমৃদ্ধ A18 Pro চিপ রয়েছে।

তবে, A18 চিপে পাঁচটি গ্রাফিক্স কোর থাকা সত্ত্বেও, এটি আইফোন ১৬-এ পর্যাপ্ত শক্তিশালী AAA ক্লাসের গেম চালানোর জন্য, যা আগে শুধুমাত্র প্রো মডেলগুলোর জন্য সীমাবদ্ধ ছিলো। এছাড়াও, অ্যাপল CPU এবং GPU-তে আইফোন ১৫-এর A16 Bionic চিপের চেয়ে পারফরম্যান্সের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে। এর সঙ্গে আরও শক্তিশালী নিউরাল ইঞ্জিন যুক্ত হয়েছে, যা অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। ক্যামেরা আপডেটের ক্ষেত্রে তেমন পরিবর্তন আনা হয়নি, তবে আল্ট্রাওয়াইড লেন্সটি এখন নতুন একটি সেন্সর ব্যবহার করছে যা অটোফোকাস এবং ম্যাক্রো মোড যুক্ত করেছে। এই ক্যামেরাটি কম আলোতে আরও ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপল কখনোই ব্যাটারির আকার প্রকাশ করে না — তাই এর জন্য আমাদের ডিভাইসটির টিয়ারডাউন (ভাঙ্গা) হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তবে কোম্পানির দাবি অনুযায়ী ব্যাটারির আকার আগের তুলনায় বড়। A18 সিলিকনের শক্তি দক্ষতার সঙ্গে মিলিয়ে এটি আইফোন ১৬-এর ব্যাটারি লাইফকে আইফোন ১৫ -এর তুলনায় আরও উন্নত করতে সাহায্য করবে। আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের স্পেসিফিকেশনে অ্যাপল দীর্ঘ সময় ধরে ভিডিও প্লেব্যাক এবং ভিডিও স্ট্রিমিংয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের পূর্ববর্তী মডেলগুলির তুলনায় উন্নত হবে। যেহেতু আইফোন ১৫ প্লাস, এখনো সেরা ব্যাটারি লাইফের তালিকায় রয়েছে, এটি একটি সাহসী দাবি।

ডিজাইন ও ডিসপ্লে
আইফোন ১৬ প্রো ফোনে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। আর আইফোন ১৬ প্রো ম্যাক্সের ডিসপ্লে ৬ দশমিক ৯ ইঞ্চি। অ্যাপলের মতে, আগের মডেলগুলোর তুলনা এবার প্রো ও প্রো ম্যাক্সের স্ক্রিনের চারদিকে কালো বর্ডার সবচেয়ে চিকন রাখা হয়েছে। এতে ১২০ হার্টজে রিফ্রেশ রেট রয়েছে।

ক্যামেরা
নতুন আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসে ডুয়েল ক্যামেরা রয়েছে—একটি শক্তিশালী ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এটি ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল ছবিকে একত্রিত করে আরও পরিষ্কার ২৪ মেগাপিক্সেল ছবি তৈরি করে। আইফোনে ২ এক্স টেলিফটো জুম অপশনও রয়েছে। আর কম আলোয় ছবি তোলার জন্য এর দ্রুতগতি এফ/ ১.৬ অ্যাপারচার রয়েছে।

এই ক্যামেরা দিয়ে ৪কে ডলবি ভিশন এইচডি ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া ক্যামেরাগুলো ২ দশমিক ৬ গুণ বেশি আলো ধারণ করতে সক্ষম। দুই লেন্সের মাধ্যমেই স্পেশিয়াল ভিডিও ও ছবি তোলা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। স্ন্যাপচ্যাটে ক্যামেরা কন্ট্রোল ব্যবহারের সুযোগও মডেলগুলোতে পাওয়া যাবে।

আইফোন ১৬ প্রো মডেলগুলোতে দ্বিতীয় প্রজন্মের কোয়াড পিক্সেল সেন্সরসহ নতুন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ক্যামেরাটির মাধ্যমে ৪কে ১২০ ভিডিও ধারণ করা যাবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সঙ্গে অটো ফোকাস সুবিধা যুক্ত করা হয়েছে। দুটি প্রো মডেলেই ৫ এক্স টেলিফটো লেন্সসহ ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে।

এ ছাড়া অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেই স্পেশিয়াল অডিও ক্যাপচার রয়েছে। মেশিন লার্নিং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের শব্দ থেকে কথাবার্তা আলাদা করতে পারবে।

ক্যামেরা বাটন
আইফোনে যেন দিনে দিনে বাহ্যিক বাটনের সংখ্যা বেড়ে চলছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের সঙ্গে প্রথমবারের মতো অ্যাকশন বাটন যুক্ত করেছিল অ্যাপল। এবার আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলে ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। এতে একবার ট্যাপ করলেই ক্যামেরা চালু হবে এবং দ্বিতীয়বার ট্যাপেই আইফোন ছবি তুলবে। আর চাপ দিয়ে বাটনটি ধরে থাকলে এটি ভিডিও রেকর্ডিং শুরু করবে। এর সঙ্গে টাচ গেসচার যুক্ত করা হয়েছে। এটি হালকা ও বেশি চাপের মধ্যে পার্থক্য বুঝবে। হালকা চাপে ফোনটি ফ্রেমিং ঠিক করবে। এ ছাড়া এই বাটনের মাধ্যমে ক্যামেরা জুমও করা যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্স
সিরির সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করে একে আরও উন্নত করা হয়েছে। আইফোনের এআই ফিচার কীভাবে ব্যবহার করা যাবে এবং আইফোনে কী করা যাবে তার দিকনির্দেশনা দিতে পারবে সিরি। অ্যাসিস্টেন্টকে নির্দেশনা দিলেই এটি কাউকে ছবি পাঠাতে পারবে। ছবির ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন বস্তু ছড়িয়ে দেবে। অ্যাপলের এআই এমনভাবে বস্তুগুলো সরিয়ে দেবে, যেটির ছায়াও থাকবে না। এ ছাড়া এআই দিয়ে নতুন ইমোজিও তৈরি করা যাবে। কোনো লেখার সারসংক্ষেপও তৈরি করে দেবে এআই এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। অ্যাপল ইন্টেলিজেন্স প্রম্পটের মাধ্যমে ছবিও খুঁজে দেবে এবং বিভিন্ন এআইভিত্তিক রাইটিং টুলও থাকবে। এমনকি প্রোম্পটের মাধ্যমে সিনেমাও তৈরি করে দিতে পারবে অ্যাপল ইন্টেলিজেন্স। আর চ্যাটজিপিটি চ্যাটবটও আরও সহজে ব্যবহার করা যাবে।

নতুন সেফটি ফিচার
আইফোন ১৬ সিরিজে সেফটি ফিচারগুলোকেও উন্নত করা হয়েছে। নতুন মডেলগুলোতে অ্যাপল স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে জরুরি SOS ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীরা যখন কোনও নেটওয়ার্ক বা Wi-Fi সংযোগে থাকবেন না, তখনও জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি, ক্র্যাশ ডিটেকশন ফিচারও আগের চেয়ে আরও বেশি সুনির্দিষ্ট হয়েছে।

কাস্টমাইজড অ্যাকশন বাটন

প্রতি মডেলে ক্যামেরা বাটন ছাড়াও অ্যাকশন বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন, ম্যাপ চালু করা, ব্যাটারির অবস্থা দেখা, নোট তৈরি করা, বা কোনো অ্যাপের শর্টকাট তৈরি করা। অ্যাপলের অ্যাকশন বাটনটি ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে। এতে ট্যাপ বা দীর্ঘক্ষণ চাপ দিয়ে ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করা যাবে।

নিরাপত্তা ও প্রাইভেসি
অ্যাপল তার আইফোন ১৬ সিরিজে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থা করেছে। এর মধ্যে রয়েছে নতুন উন্নত ফেস আইডি প্রযুক্তি, যা আগের তুলনায় আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে। আইফোনের নতুন সিরিজটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং এবং ডেটা সুরক্ষা সম্পর্কিত অন্যান্য ফিচারগুলির জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

পরিবেশ বান্ধব উপকরণ

অ্যাপল সবসময় পরিবেশের প্রতি সচেতন থাকে, এবং এবার আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়েছে। ফোনের চিপসেট ও অন্যান্য উপাদানগুলো পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম ও রেয়ার মেটাল থেকে তৈরি করা হয়েছে। অ্যাপল এই সিরিজকে তাদের সবচেয়ে পরিবেশ-বান্ধব আইফোন বলে দাবি করেছে।

মডেলগুলোর রং
আইফোন ১৬ এবং ১৬ প্লাস ব্ল্যাক (কালো), পিংক (গোলাপি), টিল (নীল ও সবুজের মিশ্রণে হালকা সবুজ), আলট্রামেরিন (বেগুনি) ও হোয়াইট (সাদা)—এই পাঁচ রঙে পাওয়া যাবে।
আইফোন প্রো এবং প্রো ম্যাক্স ডেসার্ট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম ও ব্ল্যাক টাইটেনিয়াম রঙে পাওয়া যাবে।

এই সব ফিচার এবং উন্নয়নের মাধ্যমে আইফোন ১৬ সিরিজ প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ছবি: গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

প্রযুক্তি

গুগল উন্মোচন করলো উইলো কোয়ান্টাম এআই কম্পিউটিং চিপ

13 Dec 2024

2715 বার পড়া হয়েছে

প্রযুক্তি

সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য চ্যাটজিপিটি ব্যবহার

7 Nov 2024

3095 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত ম্যাকবুক প্রো (MacBook Pro)

30 Oct 2024

2125 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত সম্পূর্ণ নতুন ম্যাক মিনি (Mac Mini)

30 Oct 2024

2090 বার পড়া হয়েছে

প্রযুক্তি

অ্যাপল উন্মোচন করলো অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত নতুন এম৪ আইম্যাক (iMac)

29 Oct 2024

2120 বার পড়া হয়েছে

প্রযুক্তি

মানুষের আদলে টেসলা অপটিমাস (Tesla Optimus)

25 Oct 2024

2130 বার পড়া হয়েছে

প্রযুক্তি

বিষয় মাইক্রোসফট কোপাইলট (Microsoft Copilot)

24 Oct 2024

2010 বার পড়া হয়েছে

প্রযুক্তি

বিষয় জেমিনি এআই (‎Gemini AI)

23 Oct 2024

2725 বার পড়া হয়েছে

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199