চারটি কবিতা

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 16 Nov 2017

3445 বার পড়া হয়েছে

Shoes

জীবনের বলয়ে আরেক জীবন

লীনা ফেরদৌস

কিছুটা দূরের কার্নিশ ঘেঁষে নামে হলদেটে একাকী বিকেল
এমন বিকেলে ফেরে না কেউ, হয়ত না ফেরার জন্যই বিকেলগুলো বড্ড একা,
থামের আড়ালে নীলচে-লাল সন্ধে আলো বিষণ্ণ ছায়া হয়ে স্পর্শ করে
শহরের কোলাহলে নেমে আসে ডানাকাটা নীরবতা
মেট্রো শহরে সে নীরবতা আর্তনাদ হয়ে ফিরে ফিরে আসে
দু-কামরার একাকীত্ব আসলে ভুতুড়ে প্রাসাদ,
নিস্তব্ধতায় কান পাতি-
আনন্দ-উল্লাসে, গানে, হাসিতে-
বীভৎস আর্তনাদ ,

 

ঋণ

পিয়ালী বসু ঘোষ

শীত পড়ার সময় প্রতিবারই আমি অপুষ্পক বীজের সাথে ইচ্ছেরতিতে মেতে উঠি
মধ্যবয়সী রাত সাষ্টাঙ্গে প্রণাম করেই
উঠে পড়ে পা বেয়ে
কোমরের ভাঁজে এসে জড়িয়ে ধরে দু হাতে
এরপর জড় শরীরে অর্ধেক শীত আর অর্ধেক নাতিশীতোষ্ণের দাপাদাপি ....
ধূপের ধোঁয়ার মতো মিলিয়ে থাকি আমি সুড়ঙ্গের বোবা দেওয়ালে
বাদুড়ের পাখায় ছটফট করে ভুতগ্রস্ত স্মৃতি
কবিতা ফেরি করে ফিরে আসা কবি লোকটা
চন্দ্রাহত হয়ে অবশেষে আকাশের বুকে ছড়িয়ে দেয় মধ্যমেধার গ্লানি
দ্বিপ্রহর আর সন্ধ্যের মাঝে একটা বিভেদ তুলে
নিজেই শোনে মরণোত্তর ধ্বনি
অদূরে ছড়িয়ে পড়ে খুচরোপয়সার শোক
সুপর্ণাদের শাড়িতে শীতকাল আঁঁকা হলে
অনুষঙ্গে মিশে যায় উড়োখই এর ঋণ ....

আমাকে বিপন্ন করো

এলিজা বিনতে এলাহী

কতটা দূরে গেলে ছিড়ে যায় সুতো
কতটা নৈকট্য এনে দেয় শিথিলতা?
সম্পর্কের সমীকরণ আজও বুঝতে শিখিনি
অধীর অধর চায় শুধু সেই স্বাদ, সেই অবসাদ
সেই শ্রান্তির ঘোর নেভাবে পিপাসা।
এসো তবে ভালবাসা স্বাদ ছুঁয়ে দেখবার তোমার শরীর
আমাকে বিপন্ন কর,
বিষণ্ণ কর আরও একবার।
সেই তীব্র আবেশে শরীর আমার
কেঁপে কেপে ওঠে।

এখনো রয়েছে ভালবাসা

নীপা আকন্দ

আমাদের নগরীতে এখনো প্রাণ রয়েছে.....
তারে খুঁজে নিতে জানতে হয়.....
এখনো নির্ভেজাল ভালবাসা খুঁজে খুঁজে,
হয়রান হয় কিছু মানুষের ব্যাকুল হৃদয়!....
এখনো অকৃত্রিম বন্ধুত্ব গড়বার প্রত্যাশায়,
ছটফট করে কিছু বন্ধুবৎসল মানুষ......
আমাদের নগরীতে এখনো রয়েছে ভালবাসা,
রয়েছে আকন্ঠ নিমজ্জিত কুন্ঠাহীন প্রেম!
ভুল মানুষের মনে
ভুল মানুষের দ্বারে দ্বারে,
পৌঁছে যায় এই চরম আকুলিত ভালবাসা!
অথচ সেই মানুষটির মনের কাছে যাবার পথ বন্ধ,যার মন আগাগোড়া পুরোটাই মায়ায় আচ্ছাদিত,
যে কিনা প্রকৃতই ভালবাসার মূল্য দিতে জানে!!....

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199