সিমনের সমকামী জীবনের গল্প

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 28 Sept 2023

3640 বার পড়া হয়েছে

Shoes

ফরাসি কথাসাহিত্যিক সিমন দ্য বোভায়ারের সমকামী জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা উপন্যাস ‘ লা ইনসেপারেবলস’ তিনি বেঁচে থাকতে প্রকাশ করতে পারেননি।এই উপন্যাস প্রকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সিমনের গৃহবন্ধু দার্শনিক, কথাশিল্পী ও নাট্যকার জাঁ পল সার্ত্রে স্বয়ং।ফরাসি বার্তা সংস্থা এফপি জানায়, উপন্যাসের পাণ্ডুলিপি পাঠ করার সময় সার্ত্রে নাকি নিজের নাক চেপে ধরে রেখেছিলেন।

সিমন দ্য বোভায়ারের মৃত্যুর ৩৪ বছর পর ২০২০ সালে এই আত্মজৈবনিক উপন্যাসটি ফরাসি ভাষায় প্রকাশিত হয়। পরের বছর উপন্যাসটির ইংরেজি অনুবাদ বইয়ের দোকানের শেলফে স্থান পায়।

কেউ কেউ বলেন, সার্ত্রের পরামর্শে এই উপন্যাসের পাণ্ডুলিপিটি সিমন তার টেবিলের সর্বশেষ ড্রয়ারে ফেলে রাখতেন। পাণ্ডুলিপি পাঠ করে সার্ত্রেওর মন্তব্য ছিলো, ‘‘উপন্যাসটি অপ্রয়োজনীয়’’। সিমন বিষয়ক গবেষকরা অবশ্য মনে করেন, শুধু সার্ত্রে নন, এই উপন্যাস প্রকাশের ব্যাপারে তখন সিমন দ্য বোভায়ারের পরিবারের পক্ষ থেকে আপত্তি ছিলো।

এলিজাবেথ জারা নামে এক সহপাঠীর সঙ্গে তৈরি হওয়া তীব্র প্রেম আর কামনার গল্প এই উপন্যাসের মূল কাহিনি। উপন্যাসের সূচনা বাক্যে মিন লিখেছেন, ‘‘তোমার সঙ্গে দেখা হওয়ার পরমুহূর্ত থেকেই তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো’’। এই উপন্যাসের মূখ্য চরিত্র জারা মাত্র ২১ বছর বয়সে মস্তিষ্কে এক বিরল প্রদাহে আক্রান্ত হয়ে মারা যান।

সিমন দ্য বোভায়ারের এই উপন্যাস প্রকাশের ব্যাপারে সার্ত্রে কেনো বাধা দিয়েছিলেন তা নিয়ে ভিন্ন মত আছে। সাহিত্যের আলোচকরা বলেন, সার্ত্রে হয়তো ভেবেছিলেন এই উপন্যাস প্রকাশিত হলে সিমনের যৌন জীবনের সমকামী দিকটি প্রকাশ পেয়ে যাবে।

জীবনের লম্বা একটি সময় সিমন দ্য বোভায়ার এবং জাঁ পল সার্ত্রে বিবাহ বহির্ভূত জীবন যাপন করেছেন। কিন্তু গবেষকরা বলছেন,  এই উপন্যাসে দু‘জন তরুণীর প্রেমময় সম্পর্কের কাহিনি বিংশ শতাব্দীতে প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে সিমনের নিজের লড়াইকেই প্রকাশ করেছে।

সিমন তাঁর ‘মেমোরিজ অফ এ ডিউটিফুল ডটার’ উপন্যাসেও তাঁর এই সমকামী জীবনের কিছুটা অভিজ্ঞতা পাঠকদের সামনে উন্মোচীত করেছেন।

১৯৫৪ সালে সিমন দ্য বোভায়ার এই উপন্যাসটি লেখার কাজ শেষ করেন।

তথ্যসূত্রঃ ফর্বস

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199