কবিতাগুচ্ছ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 4 Jan 2024

3990 বার পড়া হয়েছে

Shoes
 আলম হায়দার

 

 

 

 

 

 

করতল

 তোর জন্য যা কিছু আছে

 সীমানাবিহীন করতল

 অঢেল ঘুমের শহর নিয়ত

 পথের সরল কারুকাজ

 যেখানে ডাকবাক্সেব মত

 থেমে গেছে দিনের শুরু

 যেখানে তন্ত্রীতে হঠাৎ

 কঁকিয়ে উঠে চাঁদের

 বেহালা।

 

এখন মানুষের পায়ের

 চিহ্ন খোঁজে অস্থির

 শিকারী

 কিংবা শিকার নিজেই ।

 পরিপাটি দাঁতের বিন্যাস।

 প্রবল ঘূর্ণিঝড়ে মাছেরাও

 উড়ছে আকাশে।

 তোর জন্য ঘন দুধের

 উপরে জমে আছে

পূর্ণিমার সর।

 

আবর্ত

অনবদ্য আকাশ ধূলিময়

 মেঘ বেগুনি প্রলাপ

 যে কোন একাঙ্কিকার

 নির্বিকার পার্শ্বচরিত্র :

 কেটে গেছে বিস্তর

 খোলামেলা জীবন

 তবুও লিখে যাও বাদুড়ের

ভূমিষ্ঠ হবার কাহিনী

 অক্ষরের আবর্ত ভেঙে

সকাল আসে রোদ্দুর

মুখে

 ঝরে গেছে বিরতিহীন

 অসংখ্য ফুলের বাহার

 অবশেষে স্থির হল

 মাটিতেই জন্মাবে

শস্যকণা

 বিরল সন্ধ্যার মুখোমুখি

ছায়ারা আরো ঘনিষ্ঠ হবে ।

 

স্মৃতি

 

 বিড়ালের কোনও স্মৃতি

 নেই, পিটুনি খেয়ে ফের

 ফিরে আসে, কোলে উঠে

 বসে।

 মানুষ মনে রাখে সব।

 মানুষের আকাশের মতো

 বিশাল মনে রাখার

জায়গা জমিন আছে

এবং ঢেকে রাখার কিছু

 চাদর

 একটি গরুর চোখে তার

 মায়াবি শিশুকাল থাকে

 মানুষের বয়স বাড়ে আর

 চোখের লাবণ্য হারায়

 কী অসম্ভব রকম বদলে

 যায় মুখমন্ডল। অনেক

 দেখতে দেখতে কিছু

 জিনিস স্থির চিত্র হয়ে

 যায়।

 

স্বপ্ন

 

 আমাদের মধ্যবিত্ত

 দোলনচাপা স্নিগ্ধ আকাশ

 ইস্ত্রি করা আস্তিনের

 ভাঁজে রোদের কোলাহল

 পনির এবং বাসি খাবারের

 হিমায়িত আভিজাত্য

 অকালে নড়বড়ে দাঁতের

 ঠিকানা ঝকঝকে

 ডাস্টবিন ।

 পোষা বিড়ালের মতো

 পশমিনা আদর কে না

চায় !

 মজুরি বনাম ভোগের

 ভারসাম্য খেলা সারাবেলা

 ?

হা-ডু-ডু মাঠের মধ্য

 রেখায় পড়ে দমের

 কসরত :

মধ্যবিত্তের স্বপ্ন লুকায়

 রবীন্দ্রনাথের জুব্বার

 ভিতর

 

ছবি: গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199