মার্কেজের আনটিল অগাস্ট

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Jun 2023

3360 বার পড়া হয়েছে

Shoes

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের শেষ অপ্রকাশিত উপন্যাস ‘আনটিল অগাস্ট’ শেষ পর্যন্ত প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থা আলফ্রেড. কে. নফ। ১৯১৫ সালে স্থাপিত এই প্রকাশনা সংস্থাটি এখন পেঙ্গুইন র‌্যান্ডম হাউজের একটি সহ প্রকাশনা সংস্থা।

লাতিন আমেরিকার এই কথাশিল্পীর সমস্ত রচনা প্রকাশিত হয়েছে কি না তা নিয়ে পাঠক মহলে বরাবরই প্রশ্ন ছিলো। এ বছর পেঙ্গুইনের ঘোষণা জানান দিলো, মার্কেজের একটি উপন্যাস সত্যি সত্যি দৃষ্টির আড়ালে রয়ে গিয়েছিলো। আগামী বছর মার্কেজ ভক্ত পাঠকরা উপন্যাসটি হাতে পেয়ে যাবেন বলে আশা করছেন প্রকাশনা সংস্থাটি।

‘আনটিল অগাস্ট’ উপন্যাসটি নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কেজের দুই পুত্র রড্রিগো এবং গঞ্জালো গার্সিয়া বলেছেন, ‘আমাদের বাবার শেষ কাজ ‘আন্টিল অগাস্ট’। দশ বছর পর তার অপ্রকাশিত উপন্যাস পাঠ করতে গিয়ে মনে হয়েছে সেই কাব্যিক ভাষা, সেই রহস্যময়তা এবং আবিষ্ট করে রাখা গল্প বলার ক্ষমতা এই উপন্যাসের কোথাও কম নেই। তিনি মানুষ এবং ভালোবাসার দর্শকে উপন্যাসে প্রাধান্য দিয়েছেন বরাবরের মতো।’

উপন্যাসে পাঁচটি পরিচ্ছেদ রয়েছে। অ্যানা মাগদিলেনা নামে এক মধ্য বয়সী নারী এবং তার প্রেমকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে। অ্যানা একটি দ্বীপে তার ময়ের কবরে ফুল দিতে গিয়ে একজনের ভালোবাসায় জড়িয়ে যান। আর সেখান থেকেই মার্কেজের আরেক জাদুকরী উপন্যাস পাঠকদের নিয়ে যাত্রা করে গল্পের গভীরে।

১৯৯৯ সালে গার্সিয়া মাকের্জের লিম্ফাটিক ক্যান্সার ধরা পড়ে এবং ২০১২ সালের দিকে স্মৃতি বিলোপ হতে শুরু করে। তার দুই বছর বাদেই ২০১৪ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন এই কথাশিল্পী। 

তথ্যসূত্রঃ লিটারেরি হাব

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199