ভ্যান গঘের বইপত্র

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 21 Dec 2023

3210 বার পড়া হয়েছে

Shoes

রঙ আর তুলি ফেলে প্রায়শই বইতে ডুব দিতেন ভ্যান গঘ। তাঁর পাঠ তালিকার শীর্ষে ছিলো উপন্যাস। প্রখ্যাত ফরাসী ঔপন্যাসিক এমিল জোলার লেখা তাকে আকর্ষণ করতো। আকর্ষণ করতো মানুষের অধিকারের কথা বলা লেখা। খুব মন দিয়ে পড়তেন জীবনযুদ্ধে বিজয়ী মানুষের গল্প। শুধু কি উপন্যাস? ভ্যান গঘের পাঠ তালিকায় জায়গা করে নিয়েছিলো ধর্ম, ইতিহাস ও চিত্রশিল্পীদের জীবন কাহিনিও। ফরাসী, ডাচ, ইংরেজি অথবা জার্মান, যে কোনো ভাষাতে লেখা বইয়ে ডুবে যেতেন এই শিল্পী। বইয়ের দোকানে যাওয়া এবং বই কেনা ছিলো তার প্রিয় শখ।

প্রথম জীবনে ধর্মীয় বইপত্র ভ্যান গঘের পাঠ তালিকায় ভিড় করে ছিলো। ছবি আঁকা শুরু করার আগে ভ্যান গঘ কাজ করতেন গুপটিল অ্যান্ড কোম্পানী নামে একটি আর্ট গ্যালারীতে। সাত বছর সেখানে কাজ করার পর চাকরি ছেড়ে দিয়ে ধর্মতত্ত্ব নিয়ে লেখাপড়া শুরু করেন তিনি। ১৮৭৬ থেকে ১৮৭৯ সাল পর্যন্ত ভ্যান গঘ একটানা পড়েছিলেন ফরাসী ভাষায় অনুদিত বাইবেল। কিন্তু ধর্মতত্ত্ব নিয়ে ভ্যান গঘের এই লেখাপড়া বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ করে তিনি চলে গেলেন বেলজিয়ামের বরিনেজ এলাকায়। উদ্দেশ্য ছিলো সেখানকার কয়লা খনির শ্রমিকদের মাঝে ধর্মকথা প্রচার করা। কিন্তু বরিনেজ আর কয়লা খনির শ্রমিকদের জীবনধারা পাল্টে দিলো ভ্যান গঘের ভাবনার জগতকে। তিনি খুঁজতে শুরু করলেন নতুন ঈশ্বরকে। তিনি পড়তে শুরু করেন চার্লস ডিকেন্স, ভিক্টর ইউগো এবং জন স্টো‘র উপন্যাস।এই লেখকদের লেখা দারিদ্র্য আর জীবনযন্ত্রণার বোধকে উপলব্ধি করতে শেখালো ভ্যান গঘকে। ওই সময়ে তার কাছে মনে হয়েছিলো শিল্প কোনো মাধ্যমের ওপর নির্ভর করে না। শিল্প নির্ভর করে তার প্রকাশ ভঙ্গির ওপর। ওই সময়ে তিনি ছবি আঁকা এবং লেখালেখির কাজ পাশাপাশি চালিয়ে যাচ্ছিলেন।

বরিনেজের স্বেচ্ছা নির্বাসিত জীবন থেকে ভ্যান গঘ হল্যান্ডে ফিরে আসেন ১৮১৮ সালে। সেখানে তিনি চার বছর ছবি আঁকার প্রশিক্ষণ নেন। তখন ভ্যান গঘ এক গর্ভবতী যৌন কর্মীর সঙ্গে বসবাস করতে শুরু করেন। এই যৌন কর্মীকে বিয়ে করবেন বলে তিনি মনস্থির করে ফেললেও শেষে অবশ্য তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এই সময়ে ভ্যান গঘ এমিল জোলার উপন্যাস পড়তে শুরু করেন। পাল্টে যেতে শুরু করে তাঁর শিল্পবোধ।

ছবি আঁকার জন্য ভ্যান গঘ চলে যান প্যারিসে। সেখানে থাকতেন তাঁর ভাই থিও। প্যারিস শহর তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলো ল্যুভ মিউজিয়ামের। পরিচয় হলো বহু  চিত্রকরের সঙ্গে। প্যারিসে গিয়ে ভ্যান গঘ জাপানী চিত্রকলার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। পড়তে শুরু করেন বিভিন্ন ম্যাগাজিনে জাপানের চিত্রকলা বিষয়ক লেখা। তখন এমিল জোলাও ছিলেন তার সঙ্গী।

মানসিক হাসপাতালে কাটানোর দিনগুলিতেও বই ছিলো তাঁর সঙ্গী। পড়তেন শেক্সপীয়ার, বালজাক, গুস্তাভ ফ্লবেয়ার। ওই সময়ে তিনি আংকেল টমস কেবিন বইটাও পড়তে শুরু করেছিলেন। ভ্যান গঘের ছবি আঁকার শক্তিশালী পৃথিবীতে বই হয়েছিলো তার চিরসখা।
 

তথ্যসূত্রঃ ডাবলিন রিভিউ
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199