বই পোড়ার গন্ধ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 2 Sept 2022

2670 বার পড়া হয়েছে

Shoes
আইডা বৃট্রাভিক
আইডা বৃট্রাভিক

পূর্ব ইউরোপের একটি দেশ বসনিয়া হার্জেগোভিনা। দেশটির রাজধানী সারিয়াভোর জাতীয় গ্রন্থাগার পুড়ে ছাই হয়ে গিয়েছিলো দখলদার সার্ব সৈন্যদের ছোঁড়া গোলার আগুনে। গত আগস্ট মাসে সারিয়াভোর নাগরিকরা গভীর বেদনায় পালন করলো বই পোড়ানোর সেই কলংকিত উৎসবের ৩০ বছর । ১৯৯২ সালের ২৫ আগস্ট রাতে সার্বিয় সৈন্যরা গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে আক্রমণ করে সেই গ্রন্থাগার। বসনিয়ার রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া মিলজেকা নদীর তীরে শহরটির সিটি হলে ছিলো সেই গ্রন্থাগার। বর্বর সার্বিয় সৈন্যদের লাগানো সেই আগুনে সেদিন পুড়ে যায় গ্রন্থাগারের ২০ লক্ষ বই। একই সঙ্গে সেদিন গ্রন্থাগারের মূল্যবান বইগুলোকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে সার্বিয় সৈন্যদের হাতে প্রাণ হারান ৩২ বছর বয়সী নারী গ্রন্থাগারিক আইডা বৃট্রাভিক।

সারিয়াভোকে চার বছর ধরে অবরোধ করে রেখে একটু একটু করে মেরে ফেলতে চেয়েছিলো সার্বিয় সৈন্যরা। সেই গৃহযুদ্ধে প্রাণ দিয়েছিলো ১০ হাজার মানুষ। ওই সময়ে অগাস্ট মাসের ২৫ তারিখ রাতে সার্বিয় সৈন্যরা আক্রমণ করে সিটি হল ভবন। তাদের নিরন্তর গোলাবর্ষণে আগুন ধরে যায় ভবনটিতে। আর সেই আগুরে পুড়ে যায় গ্রন্থাগারের বই।

সেই অভিশপ্ত রাতে যেসব অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছিলো তাদেরও মরতে হয়েছিলো সার্বিয় সৈন্যদের স্নাইপার রাইফেল থেকে ছুটে আসা বুলেটে। সেই গুলিবৃষ্টির মাঝেও সেদিন রাতে লাইব্রেরীর সাহসী কিছু কর্মী আর জনসাধারণ ঝুঁকি নিয়ে বই রক্ষার চেষ্টা চালায়। আর তাতে রক্ষা পায় অটোমান আর অষ্ট্র হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সময়কার কিছু মূল্যবান বই।

বই ধ্বংস করে দেয়ার সেই বর্বর হামলা ছিলো সংস্কৃতি আর ইতিহাসকে বিনষ্ট করার এক নিষ্ঠুর পরিকল্পনা। পরবর্তী সময়ে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে সার্বিয় নেতা স্লবোডান মাইলো শেভিচকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়।এই মানুষকে তখন ‘বলকানের কসাই’ নামে অভিহিত করা হয়েছিলো।

 

প্রাণের বাংলা ডেস্ক

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199